পেইড মার্কেটিং/পেইড এডভারটাইজিং
পেইড মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং স্টাটেজি বা কৌশল যেখানে আপনি আপনার ব্যাবসায়িক পন্য বা সেবার প্রচার বা প্রচারনা যা আপনার মূল্যের বিনিময়ে আপনার টার্গেটেড ক্রেতার কাছে আপনার পণ্য, পরিষেবা, বা ব্র্যান্ডের প্রচার করে।
পেইড মার্কেটিং এর মাধ্যমে পূর্ববর্তী গ্রাহকদের সাথে যোগাযোগ বজায় রাখা যায় এবং তাদের পুনরায় ক্রয় করতে উৎসাহিত করা
পেইড মার্কেটিং এ নতুন গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করে এবং ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে।
ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠানন বা ই-কমার্স সাইট , সকলেই পেইড মার্কেটিং ব্যবহার করে তাদের ব্যবসার লক্ষ্য পূরণ করতে পারে।
তবে, পেইড মার্কেটিং সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
কাঙ্খিত ফলাফল পেতে পেইড মার্কেটিং ব্যবহার করা হয়ে থাকে
পেইড মার্কেটিং এর বিভিন্ন লক্ষ্য হতে পারে,
1. ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি: নতুন পন্য বা পরিষেবা সময়ে পেইড মার্কেটিং প্রয়োজন
2. তথ্য সংগ্রহ : সম্ভাব্য গ্রাহকদের তথ্য সংগ্রহ করা যারা এবং বিক্রয় বৃদ্ধির জন্য সম্ভাব্য গ্রাহকদের তালিকা তৈরী করা ও একটি মূল লক্ষ্য
3. বিক্রয় বৃদ্ধি: পন্য বা পরিষেবার বিক্রয় বৃদ্ধি করা এবং বাজারে পন্যের অংশ বৃদ্ধি করা আরেকটি মূল লক্ষ্য
4. ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি: ওয়েবসাইটে ভিসিটর সংখ্যা বৃদ্ধি এবং SEO উন্নতকরণ
6. অন্যান্য লক্ষ্য: বাজার গবেষনা ,নতুন গ্রাহক আকর্ষন এবং ব্রান্ড ইমেজ উন্নতকরণ হলো পেইড মার্কেটিং এর আরেকটি মূল লক্ষ্য
পেইড মার্কেটিং এর লক্ষ্য নির্ধারণ করার সময় আপনার ব্যবসার ধরন, বাজার, এবং বাজেট বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
লক্ষ্য নির্ধারণের পর, আপনি আপনার বিজ্ঞাপন প্রচারাভিযান তৈরি এবং পরিচালনা করতে পারবেন।
সর্বোপরি বলা যায় আপনার মার্কেটিং করা বা আপনার পন্য সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর জন্য যে মার্কেটিং করা হয় এবং তার বিনিময়ে সার্চ ইঞ্জিন কে যে পে করা হয় তাই
পেইড মার্কেটিং এর সুবিধা হলো টাকার বিনিময়ে আপনার পেজ বা ব্যবসার প্রচার/প্রসার খুব তারতারি হয়ে যায় এবং প্রথম পেজে লিস্টিং হয় যার কারনে প্রচুর কাস্টমার পেয়ে থাকেন
আপনার ওয়েবসাইট এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবচেয়ে ভালো একটি প্রক্রিয়া। এটি এস.ই.এম থেকে একটু সময় বেশি লাগে ঠিক কিন্তু আপনি যদি একজন ভালো এস.ই.ও এক্সপার্ট দ্বারা আপনার ওয়েবসাইট কে গুগলের ফার্স্ট পেজে র্যাংক করাতে পারেন তাহলে সেটা আর নিচে ডাউন করার কোনো ভয় নেই। কিন্তু আপনি যদি এস.ই.এম কে বেঁছে নেন গুগলের ফার্স্ট পেজে র্যাংক করানোর জন্য তাহলে এটি এক সময় গুগলের ফার্স্ট পেজে নাও দেখাতে পারে। কারণ কেও যদি গুগল কে আপনার থেকে বেশি টাকা দেয় তার ওয়েবসাইট কে গুগলের ফার্স্ট পেজে শো করানোর জন্য তাহলে আপনার ওয়েবসাইট টি তখন গুগল আর সবার প্রথমে শো করবে না। তাই একজন ভালো এস.ই.ও এক্সপার্ট দ্বারা এস.ই.ও এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে গুগলের ফার্স্ট পেজে র্যাংক করান।
কোন মন্তব্য নেই