মেইলচিম্প ইমেল মার্কেটিং
মেইলচিম্প হল একটি ইমেল মার্কেটিং এবং মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম যা ব্যবসা এবং ব্যক্তিদের তাদের গ্রাহকদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে।
মেইলচিম্প ইমেইল মার্কেটিং এর সহায়ক। এর টেমপ্লেট, মাল্টিপল সেন্ডিং সিস্টেম এর কারণে মেলচিম্প দিয়ে মার্কেটিং করে।
সহজ ভাষায়, মেইলচিম্প(MailChimp) হল ইমেইল সেন্ডিং করার একটা কোম্পানি বা প্ল্যাটফর্ম । আপনি মেইলচিম্প(MailChimp) এর ইমেইল সার্ভার ব্যবহার করে হাজার হাজার মেইল এক সাথে পাঠাতে পারবেন । অর্থাৎ পার্সোনাল সার্ভার না থাকলে মেইলচিম্প(MailChimp) কে ভাড়া করে তাদের ইমেইল সার্ভার ব্যবহার করে মেইল পাঠাতে পারবেন ।
মেইলচিম্প দিয়ে আপনি যেসব কাজ করতে পারেন:
ইমেল মার্কেটিং:আকর্ষণীয় ইমেল তৈরি এবং প্রেরণ করা:টেমপ্লেট ব্যবহার করে বা স্ক্র্যাচ থেকে ডিজাইন করে।
ব্যক্তিগতকরণের জন্য ডাইনামিক সামগ্রী ব্যবহার করে।
বিভিন্ন ডিভাইসে ভালো দেখানোর জন্য রিসপন্সিভ ডিজাইন তৈরি করে।
- মেইলিং লিস্ট পরিচালনা করা:লিস্ট তৈরি, সম্পাদনা এবং ম্যানেজ করা।
- সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করা।
- লিস্ট সেগমেন্ট করা।
- ইমেল প্রচারাভিযান তৈরি করা:বিভিন্ন ধরণের প্রচারাভিযান তৈরি করা, যেমন:নিয়মিত নিউজলেটার
- টার্গেটেড মেইলিং
- স্বাগত ইমেল
- ছেড়ে দেওয়া ঐচ্ছিক ইমেল
- প্রচারাভিযানের সময়সূচী নির্ধারণ করা।
- A/B টেস্ট করা।
প্রচারাভিযানের ট্র্যাক করা: ওপেন রেট, ক্লিক-থ্রু রেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেট্রিকস ট্র্যাক করা।
প্রচারাভিযানের কর্মক্ষমতা বিশ্লেষণ করা।
মার্কেটিং অটোমেশন: স্বয়ংক্রিয় ইমেল সিরিজ তৈরি করা:নতুন গ্রাহকদের স্বাগত জানানোর জন্য।
লিড nurturing করা: সম্ভাব্য গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা।
তাদেরকে আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে আরও জানতে উৎসাহিত করা।
ছেড়ে দেওয়া ঐচ্ছিক ট্র্যাক করা:যারা আপনার লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করেছে তাদের সাথে যোগাযোগ করা।
তাদেরকে ফিরে আসার জন্য উৎসাহিত করা।
অন্যান্য:
ল্যান্ডিং পেজ তৈরি করা: আপনার ইমেল লিস্টে সাবস্ক্রাইব করার জন্য লোকেদের আকৃষ্ট করার জন্য।
ওয়েবসাইট বিশ্লেষণ:আপনার ওয়েবসাইট ট্রাফিক ট্র্যাক করার জন্য।
CRM: আপনার গ্রাহকদের সাথে যোগাযোগের জন্য।
মেইলচিম্প (MailChimp) এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি ফ্রীতে মাসে ১২ হাজার ইমেইল সেন্ড করতে পারবে, ২ হাজার ইমেইল সবস্ক্রাইব তৈরি করতে পারবেন, কোন প্রকার এইচ টি এম এল (html), সি এস এস(css) বা ফটোশপের উপর ধারণা ছাড়াই আপনি সুন্দর ও প্রফেশনাল মানের ইমেইল টেম্পলেট তৈরি করতে পারবেন এবং মেইলচিম্প (MailChimp) এর ব্যবহার খুবই সহজ
মেইলচিম্প(MAILCHIMP) এর বেসিক ব্যবহার
মেইলচিম্প(MailChimp) এর বেসিক ব্যবহার বলতে কিভাবে মেইলচিম্প(MailChimp) এর সাইনআপ ও একটিভিটেড করবেন, প্রোফাইল তৈরি করবেন এবং মেইনটেইন করবেন ইত্যাদি । এটা আসলে খুব বেশী কঠিন কিছু না । আপনি যদি ফেসবুক আকাউন্ট ও আপনার প্রোফাইল তৈরি করতে পারেন তাহলে http://www.MailChimp.com গিয়েও মেইলচিম্প(MailChimp) এর আকাউন্ট ও আপনার প্রোফাইল তৈরি করতে পারেন । শুধু তাই না ফেসবুকে যেমন আপনি যখন খুশি তখন কোন কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারেন ঠিক তেমনই মেইলচিম্প(MailChimp)ও করতে পারবেন
মেইলচিম্প(MAILCHIMP) দিয়ে একটি পূর্ণাঙ্গ EMAIL CAMPAIGN সেটআপ
মেইলচিম্প(MailChimp) দিয়ে email Campaign সেটআপর আগে প্রথমে যা করতে হবে তা হল প্ল্যান । কারণ প্ল্যান ছাড়া কোন কাজই সফলভাবে সম্পূর্ণ হয় না । প্ল্যানে থাকবে, ইমেইল লিস্ট তৈরি ও বাছাইকরণ, তারপর ইমেইল টেম্পলেট তৈরিকরণ এবং তা ঠিক আছে কিনা এর জন্য টেস্ট ইমেইল পাঠানো আর ফাইনালি ইমেইল সেন্ড করা ।
প্রথমে ইমেইল লিস্ট সংগ্রহ করে তা একটা নাম দিয়ে মেইলচিম্প(MailChimp) এ লিস্ট আপলোড করতে হবে । লিস্টটি আপনি .txt ফরম্যাট বা .csv ফরম্যাট আপলোড করতে পারবেন । চাইলে ফাস্ট ও লাস্ট নেম এড করতে পারবেন। আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা নামে ইমেইল লিস্টটি করে রাখলে আপনার কাজের অনেক সুবিধা হবে ।
ইমেইল টেম্পলেট তৈরি বা এডিট করা সম্পর্কে আমি আগেই বলেছি । আর ইমেইল টেস্টিং বলতে আপনি ইমেইল পাঠানোর আগে নিজের ইমেইলে একটা মেইল পাঠায়ে দেখবেন যে আপনার মেইলটা ঠিকঠাক যায় কিনা । আর ইমেইল টেম্পলেটে সব কিছু ঠিকঠাক শো কিনা ।
সর্বপরি বলতে চাই বর্তমানে মার্কেটিং/ ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপুর্ন অংশ হচ্ছে মেইলচিম্প । কোম্পানির মালিকদের মার্কেটিং এর প্রথম পছন্দ হলো এটি তাই এটি শিখে আমরা খুব সহজে ফ্রিলান্সিং করতে পারি
nice
উত্তরমুছুন